বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

তাড়াইলে কৃষকদের মধ্যে গার্ডেন ট্রিলার বিতরণ 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইলে কৃষকদের মধ্যে গার্ডেন ট্রিলার বিতরণ 

ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষিতে কৃষককে নির্ভরশীল ও কৃষির সমৃদ্ধিতে কিশোরগঞ্জের তাড়াইলে গঠিত ১৫টি কৃষক গ্রুপের মধ্যে গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫টি কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন, ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসকে আবু মোতালেবসহ উপসহকারী কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে কৃষকদের নিয়ে ১৫টি ফ্রিপ  কৃষক গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন কৃষক সদস্য রয়েছে। কৃষকরা তাদের এলাকার অনাবাদি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে এবং সেচ সুবিধা সমপ্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় গঠিত ফ্রিপ কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার মেশিন বিতরণ করা হয়েছে। 

গ্রুপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার তিনজনের উপস্থিতিতে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি পত্রের মাধ্যমে মেশিনগুলো বিতরণ সম্পন্ন হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অনাবাদি জমি আবাদের আওতায় এনে কৃষি কাজ করে স্বনির্ভরশীল হয়ে গড়ে উঠুন। আপনারা এই যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করবেন। এগুলো বিক্রি করবেন না।

টিএইচ